Monday, December 8, 2014

টম সয়্যার আর আমাদের কিশোরকাল



মার্ক টোয়েন হলেন জগৎবিখ্যাত সাহিত্যিক। আর টম সয়্যার তাঁর কালজয়ী অমর সৃষ্টি। টমের মধ্যে প্রতিটি পাঠক নিজের কিশোরকালের চাওয়া-পাওয়াগুলো পূর্ণ হতে দেখে। আর ঠিক এই কারনেই তাকে নিয়ে লেখা বই কিংবা সিনেমা আর টিভি সিরিজ এত জনপ্রিয়।
আমি প্রথম টম সয়্যারকে পাই ১৯৮৩ সালে বিটিভি'র ম্যুভি অব দ্য উইকে কোন এক রবিবার দুপুরে। আর সেবা থেকে রকিব হাসানের হাত দিয়ে পাই দুঃসাহসী টম সয়্যার কে বই হিসেবে ১৯৮৬তে। এরপর কতবার যে বইটি পড়েছি হিসাব নেই।
মূল ইংরেজী Adventures Of Tom Sawyer পড়তে এই লিঙ্ক ফলো করুন http://www.4shared.com/mobile/cR8tBOw9ce/adventures_of_tom_sawyer.html